2 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI

 2 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI-:

2 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI

1.সম্প্রতি ৯৪ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত সম্প্রচারক ইন্দিরা জোসেফ ভেন্নিউর।


2.আরাে ৬ মাসের জন্য গাল্যান্ডকে Disturbed Area’ হিসাবে ঘােষণা করলাে কেন্দ্র


3. ভারতীয় আর্মি চিফ মনােজ মুকুন্দ নারাভানেকে ‘Guard of Honour-এ সম্মানিত করলাে দক্ষিন কোরিয়া



4.ভারতের ৬৭তম দাবা গ্রান্ড মাষ্টার হলাে গােয়ার ১৪ বছর বয়সী Leon Mendonca।


5. কর্ণাটকের নতুন চিফ সেক্রেটারী হিসাবে নিযুক্ত হলেন পি. রবি কুমার।


6.সম্প্রতি ‘নাইট কারফিউ জারি করা হলাে দিল্লিতে।


7.রাজ্যের সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নিলাে আসাম সরকার।


8.২০২২ সালের ১৪ই জানুয়ারী পর্যন্ত ISR0-র চেয়ারম্যান পদে বহাল থাকছেন ড. কে. সিভান।।


9.রেলওয়ে বাের্ডের নতুন চেয়ারম্যান এবং CE0 পদে হলেন সুনীত শর্মা।


10.২০২০ সালের ডিসেম্বর মাসে মােট GST সংগ্রহের পরিমান ১.১৫ লক্ষ কোটি টাকা।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *