18 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI

 18 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI-:

18 January 2021 current affairs in Bengali

18 JANUARY


1.কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ‘Aero India-21’ মােবাইল অ্যাপ লঞ্চ করলেন ।


2.উড়িষ্যা সরকার চলমান শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফি ছাড় দিল ।


3.পুনের সমাজসেবী রবি গাইকওয়ার “Nelson Mandela World Humanitarian Award” পেলেন ।



4.কিরণ মজুমদার সাউ US-India Business Council-এর ভাইস-চেয়ারপারসন হিসাবে নির্বাচিত হলেন ।


5.সম্প্রতি উত্তর কোরিয়া সাবমেরিনচালিত ব্যালিস্টিক মিশাইল উন্মােচন করলাে ।


6.Juri Ratas এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ।


7.কেরালার আলাপ্পুঝাতে ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম তৈরী হচ্ছে ।


8.বিশ্বজিৎ চ্যাটার্জি গােয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Indian Personality of the Year’ অ্যাওয়ার্ড পেলেন ।


9.পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানজয়ী ভারতীয় ধ্রুপদ সঙ্গীত শিল্পী উস্তাদ গুলাম মুস্তাফা খান সম্প্রতি ৮৯ বছর বয়সে মারা গেলেন ।


10.সম্প্রতি হরিয়ানা সরকার রাজ্যে ‘ফিল্ম সিটি’ স্থাপনের পরিকল্পনা করছে ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top