14 JANUARY 2021 CURRENT AFFAIRS IN BENGALI-:
14 JANUARY
1.দিল্লির ডেপুটি চিফ মিনিষ্টার মনীষ সিসদিয়া সরকারী বিদ্যালয়ের ইংরাজী শিক্ষকদের জন্য ‘TESOL Core Certificate Program’ লঞ্চ করলেন ।
2.ইন্ডিয়ান নেভি ‘Sea Vigil-21’-নামে উপকূল প্রতিরক্ষা অনুশীলন অনুষ্ঠিত করলাে ।
3.প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার S.Y.Quraishi ‘The Population Myth’-শিরােনামে বই লিখলেন ।
4.Sadyr Japarov কিরগিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন জিতলেন ।
5.ভারতীয় বংশােদ্ভূত আমেরিকান ঔপন্যাসিক বেদ মেহতা সম্প্রতি ৮৬ বছর বয়সে মারা গেলেন ।
6.ভারতের ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় বাজেট ২০২১ বাজেট প্রিন্ট করা হবে না বা পেপারলেস করা হবে।
7.Henley Passport Index 2021-তে ভারতের স্থান ৮৫, এবং জাপান প্রথমস্থানে আছে ।
8.ফ্রান্সের সরকার 4th One Planet Summit হােস্ট করলাে , “Let’s act together for nature” এবারের থিম ।
9.লাদাখের লে শহরের নুব্রা উপত্যকায় প্রথমবার Ice Climbing Festival’ অনুষ্ঠিত হলাে ।
10.Bharat Biotech ভারতের তৈরী করােনা ভ্যাকসিন ব্রাজিলে সরবরাহ করার জন্য চুক্তি স্বাক্ষর করলাে ।