WBP NEW VECANCY 2021 UPDATE || BIG NEWS FOR ALL APPRENTICE

West Bengal police new vacancy update.

রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকের সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে 10370 টি রাজ্য পুলিশের নিয়োগের কথা ঘোষণা করেছেন।



দরখাস্ত নেওয়া শুরু:- এখনো ঠিক হয়নি কিন্তু খুব শিগগিরই এই দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে।

আবেদনের পদ্ধতি : Online(অনলাইন)


পদের নাম :

১. কনস্টেবল

২. সাব ইন্সপেক্টর



মোট পদ সংখ্যা : 10370 টি। এই 10370 টি শূন্য পদের মধ্যে মধ্যে কনস্টেবল পদে শূন্য পদ রয়েছে 9282 টি এবং সাব-ইন্সপেক্টর পদে শূন্য পদ রয়েছে 1088 টি।

কর্মস্থল : পশ্চিমবঙ্গ


শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস।সাব-ইন্সপেক্টর পদের জন্য গ্রাজুয়েট পাস।

বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। 

জাতীয়তা : Must be Indian



পেমেন্ট করার পদ্ধতি :ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,ব্যাঙ্ক চালান এবং নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।

নির্বাচনের পদ্ধতি : কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নির্বাচনের পদ্ধতি তিন প্রকারের। প্রথমে প্রি এক্সাম হবে এই পরীক্ষায় পাশ করলে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার পরে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ হবে।

SYLLABUS-:
 Pre exam-
 জেনারেল এওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এ থাকবে 50 নাম্বার । রিজনিং এবং ম্যাথে থাকবে 25 নম্বর করে।
Main exam-
জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, রিজিনিং ,ম্যাথ, ইংলিশ এই সাবজেক্ট গুলি মিলিয়ে মোট 80 নাম্বার।

ইন্টারভিউ:- মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।


আবেদন শুরুর তারিখ : এখনো জানা যায়নি কিন্তু খুব শিগগিরই বিজ্ঞপ্তি বার হবে

আবেদনের শেষ তারিখ : এখনো জানা যায়নি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top