West Bengal police new vacancy update.
রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজকের সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে 10370 টি রাজ্য পুলিশের নিয়োগের কথা ঘোষণা করেছেন।
দরখাস্ত নেওয়া শুরু:- এখনো ঠিক হয়নি কিন্তু খুব শিগগিরই এই দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাবে।
আবেদনের পদ্ধতি : Online(অনলাইন)
পদের নাম :
১. কনস্টেবল
২. সাব ইন্সপেক্টর
মোট পদ সংখ্যা : 10370 টি। এই 10370 টি শূন্য পদের মধ্যে মধ্যে কনস্টেবল পদে শূন্য পদ রয়েছে 9282 টি এবং সাব-ইন্সপেক্টর পদে শূন্য পদ রয়েছে 1088 টি।
কর্মস্থল : পশ্চিমবঙ্গ
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস।সাব-ইন্সপেক্টর পদের জন্য গ্রাজুয়েট পাস।
বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে।
জাতীয়তা : Must be Indian
পেমেন্ট করার পদ্ধতি :ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড,ব্যাঙ্ক চালান এবং নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্বাচনের পদ্ধতি : কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে নির্বাচনের পদ্ধতি তিন প্রকারের। প্রথমে প্রি এক্সাম হবে এই পরীক্ষায় পাশ করলে শারীরিক সক্ষমতা পরীক্ষা হবে এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার পরে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ হবে।
SYLLABUS-:
Pre exam-
জেনারেল এওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এ থাকবে 50 নাম্বার । রিজনিং এবং ম্যাথে থাকবে 25 নম্বর করে।
Main exam-
জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স, রিজিনিং ,ম্যাথ, ইংলিশ এই সাবজেক্ট গুলি মিলিয়ে মোট 80 নাম্বার।
ইন্টারভিউ:- মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
আবেদন শুরুর তারিখ : এখনো জানা যায়নি কিন্তু খুব শিগগিরই বিজ্ঞপ্তি বার হবে
আবেদনের শেষ তারিখ : এখনো জানা যায়নি