GK 20-20 HISTORY GENERAL KNOWLEDGE QUESTIONS IN BENGALI-
![]() |
GK 20-20 HISTORY GENERAL KNOWLEDGE QUESTIONS IN BENGALI |
১. খোদা সত্যাগ্রহ হয় কত সালে?
👉 ১৯১৮ সালে
২. গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
👉 দক্ষিণ আফ্রিকার নাটালে
৩. ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন?
👉 চম্পারনে
৪. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
👉 হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৫. দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে?👉 ১৮৭৫ সালে
৬. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে?
👉 ফারুকশিয়ার
৭. পাটলিপুত্র কোথায় অবস্থিত?
👉 গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গমে
৮. ম্যাঙ্গালোরের সন্ধি হয় কত সালে?
👉 ১৭৮৪ সালে
৯. বৃহৎকথা কে লেখেন?
👉 গুণাঢ্য
1০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
👉 উইলিয়াম জোন্স
১১. সগৌলির সন্ধি হয় কত সালে?
👉 ১৮১৬ সালে
১২. কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন?
👉 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে
১৩. বন্দীজীবন কে লেখেন?
👉 শচীন সান্যাল
১৪. হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে?
👉 ১৮৬৭ সালে
১৫. ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে?
👉 ফাঁড়কে
১৬. বন্দেমাতরাম কি?
👉 একটি ইংরেজী দৈনিক
১৭. অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে?
👉 শচীন্দ্রকুমার বসু
১৮. ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়?
👉 ১৮৮৩ সালে
১৯. ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে?
👉 ১৮৬৬ সালে
২০. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
👉 শিশির কুমার ঘোষ
২১. পরিব্রাজক রচনা করেন কে?
👉 স্বামী বিবেকানন্দ
২২. কোল বিদ্রোহ হয় কত সালে?
👉 ১৮৩১ সালে
২৩. খিলাফত আন্দোলন হয় কত সালে?
👉 ১৯২০ সালে
২৪. দুদুমিয়া কে ছিলেন?
👉 ফরাজি আন্দোলনের নেতা
২৫. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে?
👉 ১৮৬৪ সালে
২৬. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন?
👉 দয়ানন্দ সরস্বতী
২৭. ব্রহ্মানন্দ উপাধি কে পান?
👉 কেশব চন্দ্র
২৮. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন?
👉 কেশব চন্দ্র
২৯. বিশ্বম্ভর কার নাম ছিল?
👉 নিমাই এর
৩০. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি?
👉 বৈষ্ণব
৩১. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি?
👉 ব্রহ্মচর্য
৩২. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়?
👉 পোদ্দন
৩৩. নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন?
👉 প্রথম দেবে রায়ের আমলে
৩৪. বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
👉 ফিরোজ শাহ
৩৫. ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে?
👉 ১৮০০ সালে
৩৬. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে?
👉 ১৮৩৫ সালে
৩৭. উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে?
👉 ১৮৫৪ সালে
৩৮. কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে?
👉 বেন্টিঙ্কের আমলে
৩৯. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে?
👉 ১৭৮১ সালে
৪০. পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
👉 ওয়ারেন হেস্টিংস