হ্যালো বন্ধুগণ
আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযোগী এমন general knowledge 20-20 MCQ part 1 |এই পার্টে আছে মোট 20 টি প্রশ্ন। এই প্রশ্নগুলি মুখস্থ করলে তোমাদের সমস্ত চাকরির পরীক্ষায় জন্য খুব উপকার হবে।
General knowledge 20-20 MCQ part 1
১.নিম্নের কোনটির উপর প্লবতা নির্ভর করে?
শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তন এর উপর
শুধুমাত্র তরলের ঘনত্বের উপর
শুধুমাত্র অভিকর্ষজ ত্বরণ এর উপর
উপরের তিনটির উপরে নির্ভরশীল
উত্তর-: উপরের তিনটির উপরে নির্ভরশীল
২. ব্যারোমিটারের পাট হঠাৎ বেড়ে গেলে কি হবে?
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে
বায়ুতে জলবায়ুর পরিমাণ ধীরে ধীরে বাড়ছে
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে
বায়ুর চাপ দ্রুত হ্রাস পেয়েছে
উত্তর-: বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে
৩. পড়ন্ত বৃষ্টির ফোটার প্রান্তীয় বেগ লাভ করার কারণ কি?
বায়ুর সান্দ্রতা
বায়ুপ্রবাহ
বায়ুর উচ্চচাপ
পৃষ্ঠটান
উত্তর-: বায়ুর সান্দ্রতা
৪. কোনটির একক মূল একক নয়?
দৈর্ঘ্য
তাপ
ভর
সময়
উত্তর-: তাপ
৫. প্লাজমা অবস্থা কোনটি?
একটি সাধারণ অবস্থা
অতি নিম্ন উষ্ণতায় অবস্থা
অতি উচ্চ উষ্ণতার আয়নিত অবস্থা
আয়নিত অবস্থা
উত্তর-: অতি উচ্চ উষ্ণতায় আয়নিত অবস্থা
৬. দ্রুতি কোন ধরনের রাশি?
স্কেলার রাশি
ভেক্টর রাশি
একক হীন রাশি
কোনোটিই নয়
উত্তর-: স্কেলার রাশি
৭. কোরকোদগম পদ্ধতিতে বংশবিস্তার করে নিম্নের কোন ছত্রাক?
ইস্ট
অ্যাসপারজিলাস
পেনিসিলিয়াম
পাকসিনিয়া গ্রামীণীস
উত্তর-: ইস্ট
৮. যে বিপাকে জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে কি বলা হয়?
উপচিতি
অপচিতি
সমচিতি
কোনাটিই নয়
উত্তর-: উপচিতি
৯. স্বতঃস্ফূর্তভাবে জীবন সৃষ্টির মতবাদ কে দেন?
আরহেনিয়াস
হ্যাল ডেন
ওপারিন
অ্যারিস্টোটল
উত্তর-: অ্যারিস্টোটল
১০. ভোর হিসেবে বায়ুমন্ডলে শতকরা কত ভাগ স্ট্রাটোস্ফিয়ার অন্তর্গত?
25 ভাগ
75 ভাগ
50 ভাগ
100 ভাগ
উত্তর-: 75 ভাগ
১১. ফার্ন সংক্রান্ত অধ্যায়ন কে কি বলা হয়?
ব্রায়োলজি
টেরিডোলজি
সাইকোলজি
মাইকোলজি
উত্তর: টেরিডোলজি
১২. উদ্ভিদের প্রথম বর্ণনা কে করেছিলেন?
অ্যারিস্টোটল
প্লুটো
জন রে
থিওফ্রাস্টাস
উত্তর-: থিওফ্রাস্টাস
১৩. এস আই পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
ডিগ্রী সেলসিয়াস
কেলভিন
ক্যান্ডেলা
মোল
উত্তর-: কেলভিন
১৪. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়?
0° সি
8 ডিগ্রি সি
4° সি
10 ডিগ্রি সি
উত্তর-: 4° সি
১৫. স্থিতি জাড্যের একটি উদাহরণ হল
কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া
হাতুড়ি দিয়ে পেরেক পোতা
বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকের পিছু হটা
সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘোরা
উত্তর-: কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া
১৬. একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল কণাটির গতিবেগ কি হবে?
ধ্রুবক
পরিবর্তন হতেও পারে নাও হতে পারে
পরিবর্তনশীল
কোনাটিই নয়
উত্তর-:পরিবর্তন হতেও পারে নাও হতে পারে
১৭.গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে কি জাতীয় দর্পণ ব্যবহার করা হয়?
অবতল দর্পণ
অধিবৃত্তীয় দর্পণ
সমতল দর্পণ
উত্তল দর্পণ
উত্তর-: উত্তল দর্পণ
১৮. নাক কান গলা চিকিৎসার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
অবতল দর্পণ
উত্তল দর্পণ
অধিবৃত্তীয় দর্পণ
সমতল
উত্তর-: অবতল দর্পণ
১৯. নিচের আলো গুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবথেকে কম?
বেগুনি
হলুদ
নীল
সবুজ
উত্তর-: হলুদ
২০. যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সর্বাধিক সেটি হল
এক্স রশ্মি
অতিবেগুনি রশ্মি
বেতার তরঙ্গ
গামা রশ্মি
উত্তর-: গামা রশ্মি