SBI OFFICERS REQUIRMENT 2000+

 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদে 2000 ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে। স্টেট ব্যাঙ্কের এই পদে চাকরির কম ফিলাপ কবে থেকে শুরু কবে শেষ কারা কারা যোগ্য এইসব নিচে দেওয়া আছে।

দরখাস্ত নেওয়া শুরু:- দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে

আবেদনের পদ্ধতি : Online

পদের নাম : প্রবেশনারি অফিসার

মোট পদ সংখ্যা : 2000

কর্মস্থল : India (ভারতবর্ষ)

বেতন : ২৩৭০০ থেকে ৪২০২০ টাকা

শিক্ষাগত যোগ্যতা : যে কোন শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এছাড়া যারা এ বছর ডিগ্রী কোর্সের ফাইনাল পরীক্ষা দেবেন তারাও আবেদন করতে পারবেন। কিন্তু যারা এই বছর ডিগ্রী পরীক্ষা দেবেন তাদের 31 আগস্টের মধ্যে ডিগ্রী কোর্সের পাশের মার্কশিট দেখাতে হবে।

বয়সের সীমা : প্রার্থীর বয়স হতে হবে 1-4-2020র হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে অর্থাৎ তাদের জন্ম তারিখ হতে হবে 2-4- 1990 থেকে 1-4-1999 এর মধ্যে। তপশিলি পাঁচ বছরের ছাড় পাবেন এবং ওবিসি রা তিন বছরের ছাড় পাবেন আর প্রতিবন্ধীরা 10 থেকে 15 বছরের ছাড় পাবেন।

জাতীয়তা : Must be Indian

পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।

নির্বাচনের পদ্ধতি : প্রথমে কম্পিউটার বেস্ট প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, তাতে সফল হলে মেন পরীক্ষা। সফল হলে তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ।

পরীক্ষার সময়: প্রিলিমিনারি পরীক্ষা হবে এক ঘন্টা 100 নম্বরের এবং মেন পরীক্ষা হবে 3 ঘন্টা 200 নাম্বারে।

পরীক্ষার বিষয়: প্রিলিমিনারি পরীক্ষার জন্য

১. ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরে 30টি প্রশ্ন

২. কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 35 নম্বরের 35 টি প্রশ্ন সময় কুড়ি মিনিট

3.রিজনিং এবিলিটি 35 নম্বরের 34 টি প্রশ্ন সময় কুড়ি মিনিট

মেন পরীক্ষার বিষয়

১. টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নম্বরের 35

 টি প্রশ্ন সময় 40 মিনিট

2. টেস্ট অফ জেনারেল ইকোনমিক ব্যাংকিং অ্যাওয়ারনেস 40 নম্বরের 40 টি প্রশ্ন সময় 40 মিনিট

3.বেস্ট অফ ডাটা এনালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন 60 নম্বরের ওই 35 প্রশ্ন সময় 45 মিনিট

4.তেস্ট অফ রিজনিং এন্ড কম্পিউটার অ্যাটিটিউড 60 60 নম্বরের 45 টি প্রশ্ন সময় 60 মিনিট।

Exam date: SBI officer অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে 31 শে ডিসেম্বর এবং ২রা,৪ঠা,৫ই জানুয়ারি।

আবেদন শুরুর তারিখ : শুরু হয়ে গিয়েছে

আবেদনের শেষ তারিখ : ৪ঠা ডিসেম্বর পর্যন্ত

Official website: www.sbi.co.in

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top