16500 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে ডিসেম্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 ই নভেম্বর নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান আগামী ২ মাসের মধ্যে নিয়োগ করা হবে ।প্রথম পর্যায়ে প্রায় 16 হাজার শিক্ষক নিয়োগ করা হবে ।
দরখাস্ত নেওয়া শুরু:- দরখাস্ত নেওয়ার তারিখ এখনো শেষ হয়নি।
আবেদনের পদ্ধতি : Online
পদের নাম : পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ করা হবে।
মোট পদ সংখ্যা : ১৬৫০০+
কর্মস্থল : India (ভারতবর্ষ)
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস এবং d.el.ed বা b.ed কোর্স পাস।
বয়সের সীমা : এখনো ঠিক হয়নি
জাতীয়তা : Must be Indian
পেমেন্ট করার পদ্ধতি : ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং ব্যাঙ্ক চালান, এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নির্বাচনের পদ্ধতি : প্রথমে কম্পিউটার বেস্ট প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে, তাতে সফল হলে মেন পরীক্ষা এবং ইন্টারভিউ।
পরীক্ষার বিষয়: অফিশিয়াল নোটিফিকেশন জানিয়ে দেওয়া হবে
Exam date: এখনো ঠিক হয়নি তবে আগামী দু’মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে।
আবেদন শুরুর তারিখ : এখনো ঠিক হয়নি তবে আগামী দু’মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে।
আবেদনের শেষ তারিখ : এখনো ঠিক হয়নি তবে আগামী দু’মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে।