ইতিহাসের ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? মঙ্গল পান্ডে
২. সলবাইয়ের সন্ধি কত সালে হয়? ১৭৮২ সালে
৩. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন
৪. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বথ
৫. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে? দোঁহা
৬. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মর্লেমিন্টো
৭. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল? ফার্সি
৮. অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত
৯. জামা মসজিদ কে নির্মান করেন? শাহজাহান
১০. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র
১১. মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কে দায়ী? ওরঙ্গজেব
১২. কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজী
১৩. স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে
১৪. মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি
১৫. বিজয়নগর এর প্রতিষ্ঠাতা কে? হরিহর
১৬. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান
১৭. ভারত সভা কত সালে স্থাপিত হয়? ১৮৭৬ সালে
১৮. আলিপুর বোমা মামলায় প্রধান আসামী কে ছিলেন? অরবিন্দ ঘোষ
১৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়
২০. বক্সারের যুদ্ধ কত সালে হয়? ১৭৬৪ সালে
২১. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল
২২. সাইমন কমিশন কত সালে ভারতে আসে? ১৯২৮ সালে
২৩. গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরা
২৪. ভারতছাড়ো আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি
২৫. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন
২৬. নৌ বিদ্রোহ কত সালে হয়? ১৯৪৬ সালে
২৭. কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু
২৮. হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার
২৯. ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু
৩০. গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়? ১৯৩১ সালে
৩১. বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল
৩২. প্রিয়দর্শীকা কে লিখেন? হর্ষবর্ধন
৩৩. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন
৩৪. কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের
৩৫. মেঘদুত এর রচয়িতা কে? কালিদাস
৩৬. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে? প্রথম নরসিংহ বর্মন
৩৭. গুপ্তাব্দের প্রচলন কবে হয়? ৩২০ সালে
৩৮. কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ
৩৯. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? শিমুক
৪০. কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত
৪১. শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক
৪২. গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের
৪৩. পুনা চুক্তি হয় কত সালে? ১৯৩২ সালে
৪৪. মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন
৪৫. স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন? যতীন দাস
৪৬. গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি? দিল্লি চুক্তি
৪৭. কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল
৪৮. রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? ১৯৩০ সালে
৪৯. রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে? ১৯১৭ সালে
৫০. রাওলাট আইন পাস হয় কত সালে? ১৯১৯ সালে